হিলিতে ফেনসিডিলসহ আটক ২

হিলি সীমান্ত (ফাইল ফটো)দিনাজপুরের হিলি সীমান্তে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে সীমান্তের ঘাসুড়িয়া মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নবাবগঞ্জ উপজেলার পঠিয়া গ্রামের সাবেদ আলীর ছেলে লাল মিয়া (৩০) ও হিলির খট্টামাধবপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত থেকে ফেনসিডিল নিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।