সবার নির্বাচনি শপথ হোক নৌকা মার্কায় ভোট: পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরে পররাষ্ট্রমন্ত্রীর গণসংযোগ
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘দেশ ও জাতির উন্নয়নের চিন্তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে, তা শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। উন্নয়নের মহাসড়কে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে দেশ। আর এই ধারা অব্যাহত রাখতে এবং জনগণের জীবন যাতে আরও উন্নত হয় সেই লক্ষ্যে পুনরায় নৌকাকে বিজয়ী করতে হবে। এটাই হোক আগামী নির্বাচনের শপথ যে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে সবাই আমরা নৌকা মার্কায় ভোট দেব। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে দলবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই।’

বৃহস্পতিবার দিনগত রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর এলাকায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর ইসলাম শাহ নুরু, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন সরকার, গোলাম আযম পারভেজসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আবুল হাসান মাহমুদ আলী রানীরবন্দর এলাকায় গণসংযোগ করেন এবং তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন।