ঝালকাঠিতে জমে উঠেছে নির্বাচনি প্রচার, দেয়ালে-দেয়ালে পোস্টার

ব্যারিস্টার এম শাহজাহান ওমর ও বজলুল হক হারুনঝালকাঠি-১ আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচার। রাজাপুর ও কাঠালিয়া নিয়ে গঠিত এ আসনে দিন-রাত নির্বাচনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।

এ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম)। তিনি ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন। আইনি জটিলতা ও দলীয় সিদ্ধান্ত না থাকায় ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি।

অপর দিকে আওয়ামী লীগ থেকে এ আসনে নির্বাচন করবেন ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত বতর্মান এমপি বজলুল হক হারুন। তিনি এলাকায় ১১৪ কোটি টাকার মেগা প্রকল্পসহ বেশ কিছু উন্নয়ন করেছেন। ১০ বছর ক্ষমতায় থাকায় কর্মী-সমর্থকও বেড়েছে আওয়ামী লীগের।

তবে এ আসনে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান, এনপিপির প্রবীর মিত্র এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নুরুল হুদা ফয়েজী প্রার্থী হলেও মাঠে আছে শুধু নৌকা ও ধানের শীষের প্রার্থী।আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য কোনও দলের প্রচারণা সেভাবে লক্ষ্য করা যায়নি এখনও। নৌকা ও ধানের শীষের পোস্টার দেখা যাচ্ছে দেয়ালে-দেয়ালে। আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি বজলুল হক হারুন এবং বিএনপির ব্যারিস্টার এম শাহজাহান ওমরের মধ্যেই মূলত ভোটের লড়াই হবে। তাই এ দুই প্রার্থী এখন দিন-রাত গণসংযোগ করছেন। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে গিয়ে ভোট চাচ্ছেন।