নৌকার প্রার্থীকে নিজেদের দাবির কথা জানালেন আদিবাসী ভোটাররা

আওয়ামী লীগ প্রার্থীর হাতে নিজেদের দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন আদিবাসী সংগঠনের নেতারাএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জের আদীবাসী নেতাদের। রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে গোমস্তাপুর উপজেলার সোনাবর কলেজ মাঠে এ অনুষ্ঠানে নিজেদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি আওয়ামী লীগ প্রার্থীর হাতে তুলে দেন আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় প্রায় সাড়ে তিনশ’ আদিবাসী নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ভূমিদস্যুদের হাত থেকে ভূমি রক্ষা, সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধি রাখার ব্যবস্থা, গোমস্তাপুর উপজেলায় আদিবাসী একাডেমি নির্মাণ ও প্রয়োজনীয় লোকবল এবং উপকরণ নিশ্চিত করা, আদিবাসী অধ্যুষিত এলাকার সামপুরে জোবনকুবন প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ৯ দফা দাবি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কাছে স্মারকলিপি প্রদান করে আদিবাসীরা। 

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন– বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর শাখার সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক ডলার সাহার, আদিবাসী নেত্রী অনিতা রাজোয়ার প্রমুখ।

এ সময় আদিবাসী নেতাদের দাবির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান সমর্থন জানান। তিনি নির্বাচিত হলে আদিবাসীদের ভূমির সমস্যা সমাধানে উদ্যোগের পাশাপাশি সামাজিক নিরাপত্তাসহ সব দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। এ সময়  তিনি আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান আদিবাসীদের।