কুষ্টিয়ায় ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহমেদ এই দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের

উত্তর কাঠদহ এলাকার অভিযান পরিচালনা করে ২৫ লিটার তাড়িসহ ৩ জনকে আটক করে। আটকরা হলো কুষ্টিয়া সদর উপজেলার বল্লবপুর এলাকার খালেক মোল্লার ছেলে বাবলু মোল্লা (৫০), মিরপুর উপজেলার চকপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে ফরজ আলী (৫০) ও উত্তর কাঠদহ এলাকার নাজিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪)।

ইউএনও এসএম জামাল আহমেদ জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল এর ১১ ধারায় প্রতিজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছেলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক  নুরুল আলম, মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম প্রমুখ।