ফেনীতে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

ক্ষতিগ্রস্ত গাড়িফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আকবর হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আকবর হোসেনসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নির্বাচনি এলাকার সোনাগাজীর তাকিয়া বাজারে এই ঘটনা ঘটে।
এই হামলার জন্য জাতীয় পার্টি (জাপা) মনোনীত মহাজোট প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ চৌধুরী ও তার কর্মীদের দায়ী করেছে জেলা বিএনপি। তবে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘বিএনপির একটি উপদল এই ঘটনা ঘটিয়েছে। তবে হামলাকারী কারা তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।
আহত বিএনপি প্রার্থী আকবর হোসেনএদিকে আহত বিএনপি প্রার্থী আকবর হোসেনকে আহত অবস্থায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাকে নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। অপর আহতদের বিভিন্ন ক্নিনিকের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি প্রার্থী আকবর হোসেন তাকিয়া বাজার এলাকায় ধানের শীর্ষ প্রতীকের কর্মীদের সঙ্গে সভা শেষ করেন। পরে দাগনভূঞা যাওয়ার পথে বড় হালিয়া গ্রামে পৌঁছলে মহাজোট প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ চৌধুরীর লাঙ্গল প্রতীকের কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়।’
জাতীয় পার্টির সভাপতি মজিবুল হক মানিক বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপি কর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে তারা নিজেরা নিজেদের প্রার্থীর গাড়িবহরে হামলা চালিয়েছে।’
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামলার ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বিএনপির একটি উপদল এই ঘটনা ঘটিয়েছে। তবে কারা হামলাকারী তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।’