বগুড়া-২ আসনে মহাজোট প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২

বগুড়া

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহর গাড়িবহরে ককটেল হামলা হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ভাইয়ের পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুলু ও আলমগীর নামে দুই কর্মী আহত হন। তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) নাননু খান জানান, এমপি শরিফুল ইসলাম জিন্নাহ সোমবার রাতে গাড়িবহর নিয়ে উপজেলার মোকামতলা, দেউলিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। রাত ৯টার দিকে খবর পান ভাইয়ের পুকুর এলাকায় তার নির্বাচনি পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। তিনি গাড়ি ও মোটরবাইকের বহর নিয়ে ভাইয়ের পুকুর এলাকায় যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ সদরের দিকে রওনা দিলে দুর্বৃত্তরা তার গাড়িবহর লক্ষ্য করে ৩টি ককটেল মেরে পালিয়ে যায়। এসময় দুইজন কর্মী আহত হন। তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে শরিফুল ইসলাম জিন্নাহর অভিযোগ, প্রতিপক্ষ বিএনপির ক্যাডাররা তার নির্বাচনি পোস্টার কেটে, আগুন দিয়ে নষ্ট করেছে। সোমবার রাতে ভাইয়েরপুকুর এলাকায়ে এরকম ঘটনার খবর পেয়ে তিনি গাড়িবহর নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতাকর্মীদের সাহস দিয়ে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ফেরার পথে দেশীয় অস্ত্রে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত গাড়ির বহরের সামনে আসে। তারা ৪-৫টি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে ৩টি বিস্ফোরিত হয়। এতে তার দুই কর্মী আহত হয়েছেন।