ধানের শীষের যে তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা হলেন- নাটোর-১ আসনের প্রার্থী কামরুন্নাহার শিরিন, নাটোর-২ আসনের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি এবং নাটোর-৩ আসনের প্রার্থী দাউদার মাহমুদ।
নাটোর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুন্নাহার শিরিন অভিযোগ করে জানান, শনিবার রাতে নাটোর-১ আসনের ১০টি কেন্দ্রে নৌকা প্রার্থীর অনুসারীরা সিল দিয়ে ব্যালট বাক্স ভরে রাখে। এছাড়া আজ সকাল ১০টার মধ্যে অধিকাংশ কেন্দ্রে ভোট বাক্স পূরণ করা হয় নৌকা প্রতীকের সিলযুক্ত ব্যালট দিয়ে। এছাড়া সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ বুথ থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। অধিকাংশ কেন্দ্রে প্রকাশ্যে নৌকার সিল দিয়ে ব্যালট বাক্স পূরণ করা হয়। এতে নির্বাচনের পরিবেশ না পেয়ে দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি লালপুর উপজেলার গৌরিপুর এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
নাটোর-২ আসনের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি জানান, নাটোর-২ আসনের অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া অধিকাংশ কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেওয়া হয়েছে। এসব কারণে শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুপুর পৌনে তিনটায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
নাটোর-৩ আসনের ধানের শীষ প্রার্থী দাউদার মাহমুদ একই অভিযোগের সঙ্গে নিজ দলীয় কার্যালয়ে পুলিশের নজরবন্দির অভিযোগ দাবি করে দুপুর ২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন।