কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট দেননি কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস।

কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট দেননি কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস। রবিবার দুপুরে তার বুড়িচংয়ের গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

তিনি দাবি করেন, শনিবার সন্ধ্যা রাত থেকে ১২৮টি কেন্দ্রে প্রশাসনের সহায়তায় জালভোট দেয়া হয়। রাতেই ৭০ ভাগ ভোট দেওয়া হয়ে যায়। সকালে কেন্দ্র দখল করে বাকি ভোট দেয়া হয়। ফোনে চেষ্টা করেও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার কাউকে পাননি বলে দাবি করেন তিনি।

মোহাম্মদ ইউনুস বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার কথা বললে তার প্রতিকার হয়নি। হরিণ মঙ্গল স্কুল কেন্দ্রে সকাল ৯টায় ব্যালট পেপার শেষ হয়ে যায়। তার বাড়ির পাশের কণ্ঠনগর কেন্দ্রটিও দখল করা হয়। এসব ঘটনার প্রতিবাদে তিনি ভোট বর্জন করেন। তিনি এই আসনে পুনরায় সুষ্ঠু নির্বাচন দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার ছেলে ড. নাজমুল হাসান শাহীন, বিএনপি নেতা হাজী মাজেদুল ইসলাম ও সারোয়ার হোসেন।