‘প্রধানমন্ত্রী হ্যামিলনের বাঁশিওয়ালার মতো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিজয়ী সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, “আমাদের নেত্রী শেখ হাসিনা এখন অ্যাঙ্গেলা মার্কেলের (জার্মানির চ্যান্সেলর) মতো চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি তার যোগ্যতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।”
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোমবার (৩১ ডিসেম্বর) সকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা আওয়ামী লীগের নেতারা।