সোমবার বেলা ১২টার দিকে যশোর শহরের কাজী শাহেদ সেন্টারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তাকে দ্বিতীয়বারের মতো যশোর সদরে সংসদ সদস্য নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘গত ৫টি বছর আপনাদের পাশে যেভাবে ছিলাম, আগামীতেও সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো।’ তিনি সবার কাছে দোয়া চান।
তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। ওই সময় তার সঙ্গে জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলনের পক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুস সাত্তার, রাজনীতিক মাস্টার নূর জালাল, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. হাসান সোহরাওয়ার্দী, এমএসটিপি কলেজিয়েট স্কুলের পক্ষে খায়রুল আনাম, উপশহর ডিগ্রি কলেজের পক্ষে ড. শাহনাজ পারভীন, যশোর সরকারি এমএম কলেজের (স্বাধীনতা বিসিএস শিক্ষক সংসদ) পক্ষে আমিনুর রহমান, খাজা গরীবে নেওয়াজ এতিমখানার পক্ষে মিসেস মঞ্জুয়ারা বেগম, রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের পক্ষে আরিফুজ্জামান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে রোকেয়া আকতার, ঢাবি ছাত্রলীগের পক্ষে ইমরান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষে রায়হান, ঢাকা কলেজ ছাত্রলীগ, আল হেরা ডিগ্রি কলেজ, চাঁচড়া ইউনিয়ন যুবলীগ, চুড়ামনকাঠি যুবলীগসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় কাজী নাবিল আহমেদের সঙ্গে তার সহধর্মিণী ডা. মালিহা মান্নান, জেলা আওয়ামী লীগের নেতা ফরিদ আহমেদ কচি, সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, শফিুল ইসলাম পারভেজ, লুৎফুল কবীর বিজু, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মাহবুব হক, মহিলা লীগ নেত্রী লাইজু জামান, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
কাজী নাবিল আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তিনি ৩ লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭১০ ভোট। জেলা রিটার্নিং অফিসার এ ফল ঘোষণা করেন।