এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান বিমল বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেনসহ গোপালগঞ্জ-৩ আসন কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে। আপনাদের ভোটে শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। এটা আপনাদের ও আমাদের জন্য গর্বের। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘নির্বাচনের পর আমার সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথা হয়েছে। তিনি তার নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া সারা দেশে নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়েছেন বলে জানান।’