সোহাগপুর বিধবাপল্লিতে মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

বিধবাদের মাঝে কম্বল বিতরণ করছেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবমুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল।

এদিন ২৪ জন বিধবাসহ এলাকার শহীদ পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় তাদের মাঝে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও প্রতিমাসে ফ্রি চিকিৎসার জন্য কার্ড দেওয়া হয় বিধবাদের মাঝে।

মেডিক্যাল ক্যাম্পে ডা. মেহেদী হাসান ও ডা. কামরুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই এই গ্রামে পৈশাচিক হত্যাযজ্ঞ চালায় রাজাকার ও পাকিস্তানি হানাদাররা। সেদিনের হত্যাকাণ্ডে প্রাণ দিয়েছিলেন গ্রামের ১৮৭ জন নিরীহ মানুষ। নির্যাতনের শিকার হন অনেক নারী। বেনুপাড়ার সব পুরুষকে মেরে ফেলা হয় বলে স্বাধীনতার পর এই পাড়ার নাম হয়ে যায় ‘বিধবাপল্লি’।