X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৬ মে ২০২৪, ১৮:৫৪

স্বস্তির বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামে কোথাও কোথাও জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সোমবার (৬ মে) বিকাল ৩টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়ে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা স্থায়ী হয়। বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে ছিল দমকা হাওয়া।

দুই ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে লোকজনকে চরম দুর্ভোগ পড়তে হয়েছে। সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।

জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় চট্টগ্রাম নগরীর এমইএস কলেজের সামনে জাকির হোসেন সড়কে বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফর্মাসহ বিশাল গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা

খুলশী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান কর্মকর্তা নুর উদ্দিন জানান, বিকালে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুইটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত ট্রান্সফরমার রাস্তায় ভেঙে পড়েছে। তবে ওই সময় সংযোগ বন্ধ ছিল এ কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

এদিকে, মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, ২ নম্বর গেট, চকবাজার, পাঁচলাইশ, ষোলশহর, জিইসি মোড়, বহদ্দারহাট, ইপিজেড, সল্টগোলা, বন্দর, নিমতলা, বারিক বিল্ডিং, আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, আগ্রাবাদ, নতুন ব্রিজ এলাকার বিভিন্ন স্থানে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তৎচঙ্গা বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৭ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
৬ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টিরবিবার থেকে কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ
সর্বশেষ খবর
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক