ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ





ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল ৭টা থেকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকে আছে ৬টি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নোঙর করে আছে ১১টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন হোসেন জানান, ‘কুয়াশার তীব্রতা এতোটাই বেশি যে কাছের কোনও জিনিসও দেখা সম্ভব হচ্ছে না।ভোর থেকে প্রচুর কুয়াশা থাকার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।ঘন কুয়াশা কারণে মাঝ পদ্মায় অবরুদ্ধ আছে ৬টি ফেরি। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই করে নোঙর করে আছে আরও ছয়টি ফেরি। অপরদিকে দৌলতদিয়া ঘাটেও ৫টি ফেরি নোঙর করে আছে।’
তিনি আরও জানান, এখন পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক যানবাহন অপেক্ষায় আছে। কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।