সিংড়াকে আমি দুর্নীতিমুক্ত করেই ছাড়ব: পলক

১২

সারা দেশের মতো নাটোরের সিংড়াতেও উন্নয়নের প্রধানবাধা দুর্নীতি বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘সাব রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসে ঘুষ ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শোনা যায়। আমার নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছে সুযোগ নেওয়া হয় বলেও শোনা যায়। কিন্তু আমার কোনও সেকেন্ড ইন কমান্ড নাই।’

শনিবার (১২ জানুয়ারি) বিকালে সিংড়ায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পলক।

তিনি আরও বলেন, ‘আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনও সুযেোগ অথবা টাকা চায় তবে তাকে বেঁধে পুলিশে দেবেন।’

সাব-রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে যে কোনও অফিসে অতিরিক্ত টাকা উত্তোলন বন্ধে সকলের সহযোগিতা কামনা করে পলক বরেন, ‘এলাকার উন্নয়ন আর সমৃদ্ধির স্বার্থে এগুলো বন্ধ করা জরুরি। তাই সকলের সহযোগিতায় সিংড়া থেকে আমি দুর্নীতি বন্ধ করেই ছাড়ব।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে কোর্ট চত্বরে আয়োজিত এই নাগরিক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।