বেনাপোল সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

১২



যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পুটখালী গ্রামের পশ্চিম পাড়ার মাঠের মধ্যে দুজনের একটি চোরাকারবারি দলের পিছু ধাওয়া করলে তারা পলিথিনে মোড়ানো একটি পিস্তল ফেলে পালিয়ে যায়। এসময় পিস্তলটি উদ্ধার করে বিজিবি।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালী বিওপির টহল দল পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় দুজনকে দেখে সন্দেহ হলে তাদের ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে কী যেন ফেলে যায়। টহল দল পলিথিনটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করে। উদ্ধার ওয়ান শুটারগানটি বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।