লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লালমনিরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর ও লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় সংঘটিত দুর্ঘটনায় প্রাইভেটকার চালক শফিকুল ইসলাম (২৫) এবং লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মুস্তফিরহাট এলাকায় ইজিবাইক চালক আবদুল খালেক (৪৫) নিহত হন।

নিহত শফিকুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা এলাকার বাবলু হোসাইনের ছেলে এবং আবদুল খালেকের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহফুজ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুড়িগ্রামগামী তানজিল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আবদুল খালেক মারা যান।  ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি আটক রয়েছে।’

অন্যদিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন,  ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত প্রাইভেটকার চালক শফিকুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’