এলাকাবাসী জানান, সোমবার বেলা ১১টার দিকে বাড়াদী গ্রামের কৃষকরা বাড়াদী সীমান্তের ৮০ মেইন পিলার বরাবর ১৬টি পিলারের কাছে ভারতের ১০০ গজ অভ্যন্তরে কৃষিকাজ করতে গিয়ে ওমিদুল ইসলামের লাশ দেখতে পান। তারা স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ‘হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ওমিদুল ইসলাম এর বিরুদ্ধে দামুড়হুদা থানায় একাধিক মামলা রয়েছে।’
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।