ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় মিত্রবাহিনীর ৯ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় মিত্রবাহিনীর ৯ সদস্যবাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় মিত্রবাহিনীর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ১৯৭১ সালের স্মৃতিবিজরিত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন। আজ বুধবার (৩০ জানুয়ারি) সকালে মেজর জেনারেল (অব.) জোশে মালাবালানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় মিত্রবাহিনীর ৯ সদস্য

মিত্রবাহিনীর সদস্যরা গভ. মডেল গালর্স স্কুল পরিদর্শন করেন। এসময় গভ. মডেল গালর্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ’র নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তাদের অর্ভ্যথনা জানান।ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় মিত্রবাহিনীর ৯ সদস্য

পরে শিক্ষার্থীদের উদ্দেশে মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন প্রতিনিধি দলের সদস্য লে. কর্নেল (অব.) পিকে চ্যাটার্জি। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় গভ. মডেল গালর্স স্কুলটি মিত্রবাহীনির ক্যাম্প ছিল। সেখানে তারা অবস্থান করতেন। বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর আমরা এই স্কুলটিতে এসে ভীষণ অভিভূত।’ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় মিত্রবাহিনীর ৯ সদস্য

৯ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন পিএম নায়েক, আর পি গ্রোবার, শসি সিং, পি কাপুর, এএন শাহ্, বিজয় কুমার, মিসেস দাস। তাদের অনেকের পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় মিত্রবাহিনীর ৯ সদস্য

পরে প্রতিনিধি দলটি বিকালে আশুগঞ্জে মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ঘুরে দেখেন। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ফোরাম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম সার্ভিস এর যৌথ উদ্যোগে তাদের ঢাকায় সম্মাননা জানানোর কথা রয়েছে।