পাহাড়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: কুজেন্দ্র লাল ত্রিপুরা

23

পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির (আসন নম্বর ২৯৮) সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সর্ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে সারা দেশে যে উন্নয়ন হয়েছে তা আর কোনও সরকারের আমলে হয়নি। বিশেষ করে পাহাড়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এই ধারা অব্যাহত থাকবে।’

সোমবার (৪ ফেব্রুয়ারি) মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সোলার বিতরণ কর্মসূচি উপলক্ষ্যে উপজেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করায় মানিকছড়ি এলাকাসহ খাগড়াছড়ির সব জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা, কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. সফিকুর রহমান ফারুক প্রমুখ।