নীলফামারীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

ফেনসিডিলসহ আটক বুলবুল ও অটোরিকশা চালক আল আমিন ইসলামনীলফামারীর ডোমারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বুলবুল (৩৫) ও অটোরিকশা চালক আল আমিন ইসলামকে (২৫)  গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী অটোরিকশাটিকে জব্দ করা হয়। 

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের ‘হৃদয়ে স্বাধীনতা’ চত্বর থেকে তাদের আটক করা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘গোপন সংবাদে জানা যায়, বোড়াগাড়ী থেকে ডোমারের দিকে অটোরিকশায় ফেনসিডিলের একটি চালান যাচ্ছে। তাৎক্ষণিকভাবে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিক ও মমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে অটোরিক্শাটিকে আটক করে। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুলবুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে এর আগেও একাধিকবার মাদকসহ আটক করা হয়েছিলো।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।