বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

বগুড়া

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০ মামলায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর থেকে শুরু হয়ে সোমবার দুপুরে এই অভিযান শেষ হয়। সোমবার (১১ ফেব্রুয়ারি) বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে সদর থানার ৮ মামলায় ২৮ জনকে গ্রেফতার হয়েছে। এসময় ২২৫ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা ও আড়াই গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এছাড়া অন্যান্য থানা থেকে মোট ১২ মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে আরও ৩৮০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও দুই গ্রামে হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা জানান, মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।