বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৩

বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকা থেকে ২৪৮ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে সীমান্তের দৌলতপুর ও পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর সোহেল আহম্মেদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলো- বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আরমান হোসেন (২৭), খড়িডাঙ্গা গ্রামের আদম আলীর ছেলে নুর উদ্দীন (২৫) ও গাতিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে সোহেল রানা (২৬)। 

বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান আসছে এমন একটি সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।