ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে শাবিতে বহিরাগত আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে একজন ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে নাজমুল ইসলাম (৪২) নামে একজন বহিরাগত ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার (১৩ ফেব্রুয়ারি)  রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নাজমুল ইসলামকে আটক করা হয়। সে মদিনা মার্কেট থেকে ওই ছাত্রীর পিছু নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে। পরে ওই ছাত্রী প্রধান ফটকে অবস্থানরত শিক্ষার্থীকে বিষয়টি জানালে তারা ওই ব্যক্তিকে আটক করে শাহপরান হলে নেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত হয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে আটক করেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।’ 

জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ভিকটিমের অভিযোগ শুনেছি এবং তদন্ত সাপেক্ষে  ইভটিজিংকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী  ব্যবস্থা নেওয়া হবে।’