সুনামগঞ্জ সীমান্তে বিস্ফোরকসহ যুবক আটক

বিস্ফোরক-সহ আটক যুবক আবুল কাশেমসুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আবুল কাশেম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আবুল কাশেম তাহিরপুরের রজনীলাইন গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।  

বিজিবি সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির সদস্যরা সকালে উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনীলাইন গ্রামের পার্শ্ববর্তী এলাকা থেকে আবুল কাশেমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২ পিস কেলভেক্স পাওয়ার জেল, ৪৪ পিস ইলেকট্রিক ডেটোনেটর এবং ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তাকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, আবুল কাশেমের  কাছ থেকে বিস্ফোরক দ্রব্যাদির উৎস, প্রাপ্তি ও সরবরাহের তথ্য সংগ্রহের জন্য বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। আরও তথ্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় গোয়েন্দা কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।