ঝিনাইদহে ৫৪১ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহে ফেনসিডিলসহ আটক দুই ব্যক্তিঝিনাইদহে ৫৪১ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ফেনসিডিল বহনকারী একটি কলা-বোঝাই ট্রাক জব্দ করা হয়। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ যুব উন্নয়ন অফিসের সামনে থেকে ট্রাকসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পারি কমান্ডার মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ কামারকুণ্ডু এলাকার যুব উন্নয়নের সামনে থেকে কলা-বোঝাই একটি ট্রাককে ( ঢাকা মেট্রো ন ১৫-৪৭৩০) গতিরোধ করে লুকানো তিনটি বস্তায় মোট ৫৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রাকটি ঝিনাইদহের কোটচাদপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানায় আটককৃত ট্রাক ড্রাইভার। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

আটককৃত ট্রাক ড্রাইভারের নাম আলামিন বাবু (৩১)। সে ঢাকার নবাবগঞ্জ এলাকার মৃত লাবলু মিয়ার ছেলে। হেলপারের নাম মো. হাসান মিয়া (২৮)। সে কোটচাঁদপুর এলাকার মৃত আবদুল বারেকের ছেলে।