নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২০

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও কাভার্ডভ্যানঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বেলাব উপজেলার পুটিমারায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম লিমন মিয়া (৭)। সে কুমিল্লার বরুড়ার কামাল হোসেনের ছেলে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নেত্রকোনার কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নারায়ণপুরের পুটিমারা এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক শিশুসহ বাসটির ২০ জনেরও বেশি আহত যাত্রীকে উদ্ধার করে নরসিংদীর একশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে নরসিংদী জেলা হাসপাতালে এক শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে ফায়ার সার্ভিস-কর্মীরা তল্লাশি শেষে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যানটিকে সরিয়ে নেয়। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।