ডিউটি না করলে ডাক্তার-নার্সদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি– প্রতিনিধি)

চিকিৎসক-নার্সসহ হাসপাতালের অন্য কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন না করলে কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে এমন ডাক্তার-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জ কর্নেল মালেক সরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহিদ মালেক স্বপন বলেন, ‘জনগণের ট্যাক্স থেকে বেতন নেবেন, আর তাদের সেবা দেবেন না –এটা হবে না। এখন থেকে কর্মস্থলে না থাকাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাজেই যারাই দায়িত্ব অবহেলা করবেন, কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না স্বাস্থ্য মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনও অসাধ্য জয় করা সম্ভব। সর্বশেষ এই ঐক্যের শক্তির পরিচয় আমরা পেয়েছি, সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডে; সেখানে একজন রোগীও আহত হয়নি, নিহত হওয়া পরের ব্যাপার।’

মেডিক্যাল কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আনিসুজ্জামান প্রমুখ।