কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লাকুমিল্লায় চান্দিনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গল মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছন। পুলিশের দাবি, নিহত মঙ্গল মিয়া একজন মাদক ব্যবসায়ী। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ ঘটনা ঘটে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল এ তথ্য জানিয়েছেন।

নিহত মঙ্গল মিয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের ভিটবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে।

ওসি আবু ফয়সল জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মঙ্গল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এসময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি, ৫শ’ ইয়াবা এবং ৫শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও জানান,  মঙ্গল মিয়ার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।