‘পুলিশের সোর্স হবে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিরা’

আত্মসমর্পণের জন্য পুলিশের সঙ্গে যাচ্ছে ইয়াবা কারবারিরা (ফাইল ছবি)

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের থেকে পাওয়া তথ্য দিয়ে নতুন করে মাদক কারবারির তালিকা তৈরির কথা ভাবছে পুলিশ। এছাড়াও আত্মসমর্পণকারীরা বিচার শেষে স্বাভাবিক জীবনে ফিরলে তাদের মাদকবিরোধী অভিযানে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, ‘শর্ত সাপেক্ষে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের নিয়ে জেলা পুলিশ চিন্তাভাবনা করবে। মাদক নির্মূলে পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। অর্থাৎ তারা পুলিশের সোর্স হিসাবে কাজ করবে। তারাই মাদকবিরোধী অভিযানে অংশ নেবে। কারণ এলাকায় কে বা কারা মাদক কারবারি করছে তা তারা জানে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আরও বলেন, ‘ইতোমধ্যে এসব ইয়াবা কারবারি পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা পরবর্তীতে কাজে আসবে। এছাড়াও এসব তথ্যের ভিত্তিতে নতুন করে মাদক কারবারির তালিকা তৈরি করা হবে।’

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি। এসময় ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ৩০টি দেশীয় পিস্তল জমা দেয় তারা। তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে- একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, অন্যটা অবৈধ অস্ত্র আইনে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে তাদের।