৯ দেশের মুদ্রাসহ ট্রেন থেকে যুবক আটক

আখাউড়ায় আটক ব্যক্তিব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯ দেশের মুদ্রা ও ট্রেনের জাল টিকেটসহ এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মাইনুদ্দিন চিশতী। তার বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে।

রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ‘নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকেট পরীক্ষক (টিটিই) যাত্রী মাইনুদ্দিনকে ঘষামাঝা অবস্থায় ট্রেনের ১৬টি জাল টিকেটসহ পুলিশে সোপর্দ করেন। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে ৯টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান ২২ লাখ ৩৭ হাজার ৬৪০ টাকা। উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে  রয়েছে ওমানের রিয়াল (টাকার হিসাবে ২ লাখ ৭ হাজার ৯শ’), বাহরাইনের দিনার (১৭ হাজার ৮৫০ টাকার), সৌদি রিয়াল (৩ লাখ ১৯ হাজার টাকার), কাতারি রিয়াল (১লাখ ৮০ হাজার টাকা), কুয়েতের দিনার (১ লাখ ৪০ হাজার টাকা), সিঙ্গাপুর ডলার (২৩ হাজার ২শ’ টাকা), ব্রিটিশ পাউন্ড (৫ হাজার ৯৪০ টাকা), মার্কিন ডলার (৮ লাখ ৪০ হাজার টাকা)।’

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাইনুদ্দিন চিশতী দাবি করেছে বিদেশফেরত লোকজনের কাছ থেকে মুদ্রা সংগ্রহ করে সে রাজধানীতে বিক্রি করতো। তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে।