ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

১২৩৪৫

ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই দাবি জানান তারা।

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো বলেন, ‘চলতি বছরের প্রথমে ৩৩ দিনে শুধু একটি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘ ধর্ষণের ঘটনার বিচার হলে ধর্ষকরা ভয় পেত এবং সামাজিকভাবেও বিচ্ছিন্ন হতো।’

সাধারণ সম্পাদক শম্পা বসু বলেন, ‘অপরাধমূলক ঘটনার সঙ্গে অনেক ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যুক্ত।’

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি দিপালী রানী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, নারীনেত্রী ইসরাত জাহান লিপি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ প্রমুখ।