নারায়ণগঞ্জে সরকারি প্রাথমিকের ২২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

নারায়ণগঞ্জের আমালাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ২২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্কুলের পাশের একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (জাপা-এ) একেএম সেলিম ওসমান।

অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন,  ‘আদর্শ শিশু সরকারি প্রথামিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাসে  জায়গা হয় না, যে কারণে শিক্ষার্থীরা অনেক সময় দাঁড়িয়ে থেকেও ক্লাসে করে। শিক্ষার্থীদের জায়গার সংকট নিরসনের বিদ্যালয়ের বর্তমান ভবনে ওপর পাচঁ তলা করা যাবে কিনা সেটি বুয়েটের মাধ্যমে পরীক্ষা করা হবে। ক্লিয়ারেন্স পেলে পাঁচ তলার কাজ শুরু করা হবে।’ এছাড়াও শিক্ষার্থীদের বিনোদনের জন্য বাহিরে ঘুরতে নিয়ে  যাওয়া ও স্কাউট শিক্ষার্থীদের জন্য স্কাউট  সামগ্রী প্রদানের ঘোষণা দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ আলম দীপু, সাবেক সভাপতি কাসেম জামাল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলসহ অনেকে।