নিহত মঞ্জুল আলীর বাড়ি সরাইল উপজেলার বড়াইপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ বুধবার বেলা ১১টার দিকে মঞ্জুর আলী কৃষ্ণনগর ইউনিয়নে দৌলতপুর গ্রামে ইটভাটার জন্যে মাটি কাটছিলেন। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’