সোনারগাঁয়ে পুলিশ সোর্সের রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন (৩২) নামে পুলিশের এক সোর্সের রহস্যজনক মৃত্যু হযেছে। রবিবার (১৭ মার্চ) সকালে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, ‘উপজেলার লাহাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আল-আমিন সোনারগাঁ থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। সে মাদকাসক্ত ছিল। রবিবার সকালে বাড়ির পাশে লিচু বাগানে গাছের সঙ্গে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
ধারণা করা হচ্ছে, কে বা কারা আল আমিনকে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।