ভোটের সরঞ্জাম পৌঁছেছে মৌলভীবাজারের ৫১৬ কেন্দ্রে

মৌলভীবাজার

রাত পোহালেই দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। আজ সোমবার দেশের ১১৬টি উপজেলার মধ্যে মৌলভীবাজার সদরসহ সাত উপজেলায় ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দিনব্যাপী মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয় থেকে ৭টি উপজেলার ৫১৬টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পুলিশ পাহারায় পৌঁছে দেওয়া হয়।

জেলা রির্টানিং কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার হাতে এসব নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল মোবাইল ফোনে রবিবার রাত ৯টায়  বাংলা ট্রিবিউনকে জানান, জেলায় নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি হাতে রয়েছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব মাঠে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দুই হাজার পুলিশ, ৬ হাজার আনসার, ১৭-১৮ প্লাটুন বিজিবি মাঠে থাকছে। এ ছাড়া, স্টাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও পুলিশের টহল জোরদার থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা মাঠে কাজ করবে। ’

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোট হবে।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান জানান, ৭টি উপজেলায় মোট পৌরসভা সংখ্যা ৫টি, ইউনিয়নের সংখ্যা ৬৭, ভোটকেন্দ্রের সংখ্যা মোট ৫১৯টি, ভোটকক্ষের সংখ্যা মোট ৩ হাজার ৩৯৩, ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ ও মহিলা ভোটার ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার  ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। মোট প্রার্থী চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৮ জন।