ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন নিয়ে প্রতিযোগিতা

আন্তস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনবরিশালে তিন দিনব্যাপী আন্তস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকালে নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অজিয়র রহমান।  বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মপাল ও প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিশপ লরেন্স সুব্রত হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আকতার।  নগরীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।