ব্রহ্মপুত্রের ভাঙনের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘ছোট ছোট কাজ করে এ নদের ভাঙন ঠেকানো যাচ্ছে না। এ জন্য দরকার স্থায়ী সমাধান। আর এ সমাধানের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্রের ভাঙন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চরের মানুষের ভাগ্য উন্নয়নে এ সরকার বদ্ধপরিকর। নদী ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।’কুড়িগ্রামে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

নদী ভাঙন রোধে একটি টেকনিক্যাল কমিটি কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী শাসনের বিশেষজ্ঞ দল ভাঙন এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

ভাঙন এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪) ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব নুর আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মিকাইল, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান, রৌমারী উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ প্রমুখ।