মাইক বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীকে হত্যা

সিরাজগঞ্জসিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়ায় প্রতিবেশীর হাতে খুন হয়েছেন কৃষক মধু প্রামাণিক (৪০)। বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক বাজানো নিয়ে বিতণ্ডায় প্রতিবেশী জাহাঙ্গীরের ধারালো অস্ত্রের কোপে আহত হয়ে মারা যান মধু।

বুধবার (২০ মার্চ) ভোর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধু মারা যান। তিনি শহীদ আলী প্রামাণিকের ছেলে।

তার ভাই আবদুল মতিন বাংলা ট্রিবিউনকে জানান, মধুর সঙ্গে মঙ্গলবার দিনগত রাতে বাড়িতে চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনায় প্রতিবেশী জহুরুলের সঙ্গে প্রথমে ঝগড়া হয়। এরপর আরেক প্রতিবেশী জাহাঙ্গীর মদ্যপ অবস্থায় ওই বাড়িতে এসে উচ্চবাচ্য করে কথা কাটাকাটি করেন। একপর্যায়ে সে বাড়ি থেকে হাসুয়া এনে মধু প্রামাণিককে কুপিয়ে গুরুতর জখম করেন। রাতেই হাসপাতালে ভর্তি করা হলে ভোরে মধু মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে। পুলিশ আসামিদের খুঁজছে।