ভোলায় ৩৩ জেলের একবছর করে কারাদণ্ড

দণ্ড পাওয়া জেলেরা (ছবি– প্রতিনিধি)

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভোলার ৩৩ জেলেকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা ভোলা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে ভোলা সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মাছের অভায়াশ্রমে জেলেরা যাতে ইলিশসহ অন্য কোনও মাছ শিকার করতে না পারে, সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ ও কোস্টগার্ডের একটি টিম মেঘনায় অভিযানে নামে। এ দল গতরাত থেকে আজ সকাল পর্যন্ত তুলাতলী, কোড়ারখাল, হেতনার খাল ও ভোলার খাল পয়েন্ট থেকে মেঘনায় মাছ ধরার সময় ৩৩ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে একবছর করে কারাদণ্ড দেন।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল এই দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়াশ্রম ঘোষণা করা হয়েছে। ওই সময়ে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, জাল ফেলা, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।