X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ মে ২০২৪, ০৬:৩৩আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:৩৩

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নোটিশে উল্লেখ কর হয়, কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতকোত্তর (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলার স্বার্থে জানানো যাচ্ছে যে, কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল ও শ্রেণি কক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।

সে জন্য কোনও শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করলে এবং শ্রেণি কক্ষে কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিশে শিক্ষার্থীদেরকে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতে বলা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রেণি কক্ষে সরকারি কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার অধিক মাত্রায় বেড়ে যায়। এতে তারা শ্রেণি কক্ষে অমনোযোগী থাকে। কখনও কখনও অতিমাত্রায় ফোনে আসক্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ বিষয়ে একাধিকবার কলেজের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এমনকি অভিযান চালিয়ে মোবাইল ফোনও জব্দ করে। কিন্তু এতেও কোনও কাজ হচ্ছিল না। এ ছাড়া কলেজে অনেকে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে শিক্ষার পরিবেশ নষ্ট করে বিধায় এতেও মৌখিক নিষেধাজ্ঞা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু কোনও কথাই কাজে আসছে না। তাই কলেজ কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী সরকারি কলেজে ভর্তি হচ্ছে। কিন্তু মোবাইল ফোনের নেতিবাচক প্রভাবের কারণে তারা পড়ালেখা থেকে ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। এতে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারছে না। গত কয়েক বছরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে বিষয়টি আমাদের নজরে এসেছে। মূলত শিক্ষার্থীদেরকে পাঠদানে মনোযোগী করে তোলার জন্য এই প্রয়াস গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরদিকে কলেজ ক্যাম্পাসের মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে অনেক শিক্ষার্থী সাইলেন্সারের বিকট শব্দ করে স্ট্যান্ডবাজি দেখানোর চেষ্টা করেন। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ সেটি নষ্ট হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা কলেজে আসা যাওয়ার ক্ষেত্রে সড়কে কখনও কখনও বেপরোয়া ড্রাইভিং করে থাকেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সেই বিষয়গুলো মাথায় রেখেই কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
চুরি যাওয়া মোবাইল ও টাকার সঙ্গে হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার করেছে পুলিশ
৪৮টি চোরাই মোবাইলসহ গ্রেফতার কাউসার
শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও মোবাইল ফোন জব্দ
সর্বশেষ খবর
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি