বাঘাইছড়িতে হামলা: আনসারের খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার

নিহত আনসার সদস্য মিহির দত্ত, তার হাতের এই অস্ত্রটি উদ্ধার করা হয়েছেরাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সাত জনকে ব্রাশফায়ার করে হত্যার ঘটনার চারদিন পর শুক্রবার (২২ মার্চ) এক আসনার সদস্যের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। হামলার দিন আনসারের প্লাটুন কমান্ডার নিহত মিহির কান্তি দত্তের সঙ্গে থাকা ৩০৩ রাইফেলটি খোয়া যায়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে সড়কের পাশ থেকে ওই রাইফেলটি উদ্ধার হয়।

বাঘাইহাট জোন পরিচালিত তল্লাশি অভিযানের সময় এ অস্ত্রটি উদ্ধার করা হয়। বাঘাইছড়ি উপজেলা আনসার কর্মকর্তা আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষ করে সাজেকের তিনটি ভোটকেন্দ্র থেকে ভোট বাক্সসহ বাঘাইছড়িতে ফিরছিলেন নির্বাচনি কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চারটি গাড়িতে করে বাঘাইছড়ি ফেরার পথে নয়মাইল এলাকায় তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

এ হামলায় দুই পোলিং অফিসার, চার আনসার সদস্য ও  মিন্টু চাকমা নামে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এসময় আহত হন আরও অন্তত ১৫ জন। এদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রাম ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার মিহির কান্তি দত্ত নিহত হন। হামলার ঘটনাপর থেকে তার অস্ত্রটি পাওয়া যাচ্ছিলো না।

সাতজনকে হত্যার ঘটনায় বাঘাইছড়ির সাজেক থানার মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তার আলী বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।