নিউ জিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড়নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে মুসল্লিদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকালে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ এর আয়োজন করে।

জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা এসে জড়ো হন শের-ই-বাংলা পার্কে। পার্কের উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ ও সহসভাপতি আবু বক্কর সিদ্দিকসহ ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা। তারা নিউ জিল্যান্ডের মসজিদে মুসলমানদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে খুনি বন্দুকধারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।