হিলিতে জুয়া খেলার অভিযোগে ১০ জন আটক

হিলি সীমান্ত (ফাইল ফটো)

দিনাজপুরের হিলিতে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়াখেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

শনিবার (২৩ মার্চ) হাকিমপুর থানার এসআই রাকিব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে হিলির মংলা এলাকার ‘সেবা সংঘ’ নামক ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলো- হিলির রায়ভাগের মজিবর রহমান (৫০), নওদাপাড়ার আব্দুল কুদ্দুস (৫৬), সাতকুড়ির আব্দুল মান্নান (৪৫), কামাল হোসেন (৪৫), কামরুজ্জামান (৩২), বিদ্যুৎ হোসেন (৩৩), বিদেশি পাড়ার সাগর হোসেন (৩৬), দাড়ারপাড়ের মোতালেব হোসেন (৪৫), মংলা পাড়ের ইমরান আলী খান (৩২), মংলা বাজারের আব্বাস আলী (৫০)। 

এসআই রাকিব হোসেন আরও জানান, হিলি সীমান্তের মংলা বাজার এলাকার সেবা সংঘ নামক একটি ক্লাবে জুয়া খেলার খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ টিম ওই ক্লাবে অভিযান চালায়। এসময় সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। এসময় সেখান থেকে বেশ কয়েক সেট তাসসহ জুয়া খেলার অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।