পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাটজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের বিদ্দিগ্রাম এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাহফুজ হোসেন (১৭) ও পানিয়াল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে তবিবর রহমান (৫৫)। এ ঘটনায় স্থানীয় বালিঘাটা বাজারের ভরত গোয়ালার ছেলে রাতুল গোয়ালা (২৩) গুরুতর আহত

প্রত্যক্ষদর্শী ও পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে  মাহফুজ রাতুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল  চালিয়ে পাঁচবিবি-কামদিয়া সড়কপথে যাচ্ছিলেন। এসময়  বিপরীত দিক থেকে আসা তবিবরের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তবিবর মারা যায়। গুরুতর আহত হয় অপর চালক মাহফুজ ও তার সঙ্গী রাতুল। খবর পেয়ে পাঁচবিবি দমকল বাহিনীর গাড়িতে দ্রুত তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।রাতুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি বজলার রহমান বলেন, ‘বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর জন্যই মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুই চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি থানায় জব্দ করা হয়েছে।’