‘৩ পার্বত্য জেলায় ২৫টি মডেল পাড়াকেন্দ্র নির্মাণ করা হবে’

মডেল পাড়াকেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন বীর বাহাদুর উশেসিংপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং ব‌লে‌ছেন, ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার ২৫টি উপজেলায় একটি করে মোট ২৫টি মডেল পাড়াকেন্দ্র নির্মাণ করা হবে। এগুলো নির্মিত হলে পাড়ার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের ব্যাপক উন্নয়ন হবে।’

শনিবার (২৩ মার্চ) সকালে সুয়ালক মাঝের পাড়ায় একতলা বিশিষ্ট মডেল পাড়াকেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় এটি নির্মিত হচ্ছে।

এ অনুষ্ঠানে তি‌নি আ‌রও ব‌লেন, ‘বান্দরবা‌নসহ তিন পার্বত্য জেলায় বর্তমান সরকার রাস্তাঘাট নির্মাণসহ ঘ‌রে ঘ‌রে বিদ্যু‌ৎ পৌঁ‌ছে দিয়েছে। পার্বত্য এলাকার উন্নয়‌নে সরকার আন্ত‌রিক ব‌লেও তি‌নি জানান।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. শাহীনুল ইসলামসহ সুয়ালক ইউনিয়নের বিভিন্ন পাড়াবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।