রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান গুলিবিদ্ধ

ঙ১

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল মতলবকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯ দিকে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকে এই ঘটনা ঘটে।

নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের আইএমও হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা জানান, স্থানীয় রঙ্গিখালি এলাকার কিছু অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার ব্যবসা করে আসছিল। কিন্তু ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল মতলব তাদের ব্যবসায় বাধা দেওয়ায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পর ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, আবদুল মতলব শরণার্থী হয়ে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে এসেছেন ২০০৩ সালে। এরপর থেকেই ক্যাম্পে অবস্থান করছেন তিনি।