হিলি সীমান্তে নজরদাড়ি বাড়িয়েছে বিজিবি

হিলি সীমান্তে বিজিবির সতর্কতামহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদাড়ি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির বাড়তি টহল দেওয়া হয়েছে। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।সীমান্তে বিজিবির সতর্কতা (ছবি: হিলি প্রতিনিধি)

সুবেদার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘সীমান্তে বিজিবি সবসময় সতর্কাবস্থায় থাকে। এর পরও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হিলি সীমান্তে বিজিবির পক্ষ থেকে নজরদাড়ি বাড়ানো হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির বাড়তি টহল দেওয়া হয়েছে। এছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের ওপর সার্বক্ষণিক নজরদাড়ি রাখা হচ্ছে। সেই সঙ্গে সীমান্ত দিয়ে যাতে কোনও মানুষ অবৈধপথে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে যাতায়াতরত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি সম্পূর্ণ করে পারাপার করতে দেওয়া হচ্ছে।’