নওগাঁয় গণহত্যা দিবস পালিত

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমাননওগাঁয় আলোচনা সভায় মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নজিরবিহীন বর্বরতার কথা তুলে ধরা হয়।

সোমবার (২৫ মার্চ) সকালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা পাক হানাদার বাহিনী সংঘটিত ১৯৭১ সালে ২৫ মার্চের নারকীয় গণহত্যার ঘটনার ওপর বিস্তারিত আলোচনা করেন। এতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।